বলিউড নায়িকা আলিয়া ভাটের আসন্ন সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে চারদিকে আলোচনা তুঙ্গে। সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই অনুরাগীরা এর গান ও সংলাপ নিয়ে ভিডিও বানাচ্ছে।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে— একটি শিশুকন্যা আলিয়া ভাটের সংলাপ নকল করছে। মেয়েটির ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনা রানাউত গাঙ্গুবাঈ ছবি নিয়ে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছেন। লিখেছেন— ‘এই মেয়েটির মুখে কি বিড়ি এবং অশ্লীল সংলাপসহ একজন যৌনকর্মীর অনুকরণ করা উচিত? ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই বয়সে ওকে এভাবে সেক্সি দেখানো কি ঠিক? আরও শত শত শিশু আছে, যারা একইভাবে তাকে দেখে অনুসরণ করবে।’
তিনি এই ভিডিওটি ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী স্মৃতি ইরানিকেও ট্যাগ করেন এবং এ বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বলেন।
কঙ্গনা রানাউত বরাবর দেশের যে কোনো ঘটনায় আলোচনায় ক্ষেত্রে প্রথম সারিতে দেখা যায়। তিনি পণ্ডিত নেহরু সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছিলেন।
সঞ্জয় লীলা বানসালির চলচ্চিত্র ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’-এর ওপর ভিত্তি করে, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি এবং সীমা পাওয়া পার্শ্ব অভিনয় করেছেন। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অজয় দেবগন, ইমরান হাশমি এবং হুমা কুরেশি রয়েছেন।


