পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনে ৯৭ শতাংশ ওয়ার্ডেই জিতল তৃণমূল

0
184

ভারতের পশ্চিমবঙ্গে ৪ পৌরসভার নির্বাচনে ২২৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে ১৯৮টিতে। এর মধ্যে চন্দননগরে ৯৭ শতাংশ ওয়ার্ডে জিতেছে তৃণমূল।

সব মিলিয়ে ৪ পৌরসভার ৮৮ শতাংশ ওয়ার্ডে বিজয় হয়েছে তৃণমূলের। খবর আনন্দবাজার পত্রিকার।

হুগলি জেলার চন্দননগর পৌরসভায় ৩২ ওয়ার্ডের মধ্যে একা তৃণমূলই জয় পেয়েছে ৩১টিতে। একটি মাত্র ওয়ার্ড নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বামদের। খাতা খুলতে পারেনি বিজেপি।

এর আগেও চন্দননগরে দাপট দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু এবারের সাফল্য ছাপিয়ে গেছে অন্যান্য বারের নির্বাচনকে। তৃণমূলনেত্রী এই বিপুল জয়কে জনগণের উদ্দেশে উৎসর্গ করে বলেছেন, ‘যত জিতব, তত নম্র হয়ে জনগণের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।’

রাজ্যের চার পৌরসভার ২২৬টি ওয়ার্ডে ভোট হয়েছিল শনিবার। সোমবার ফল প্রকাশের পর দেখা গেল তৃণমূল সব মিলিয়ে ১৯৮টি ওয়ার্ডে জিতেছে।

চন্দননগরে তৃণমূলের সাবেক মেয়র রাম চক্রবর্তী বলছেন, ‘দায়িত্ব আরও বেড়ে গেল। দলনেত্রীর নির্দেশ মেনে নতুন পৌরবোর্ড আরও নম্রভাবে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়বে। তৃণমূল আরও উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দেবে মানুষের দুয়ারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here