দিনাজপুর
ছবি: যুগান্তর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে হানিফ পরিবহণের বাস ব্রিজের নিচে পড়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
শনিবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর ও সদর উপজেলার সংযোগ স্থান আত্রাই নদীর মোহনপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও বাসের সুপারভাইজার আব্দুল জলিল (৫০) এবং দিনাজপুর সদর উপজেলার মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দিনাজপুর আসছিল। ভোর সাড়ে ৫টায় বাসটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে রেলিং ভেঙে বাসটি নদীর ধারে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন অন্তত ১০ যাত্রী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সারারাত বাস চালিয়ে হয়তো চালক ভোরে ঝিমিয়ে পড়েছিল। এ কারণেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।