৮ মাস ধরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

0
175

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাইনুউদ্দিন মুন্সী (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শুক্রবার সকালে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, টানা ৮ মাস ধরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে মাইনুউদ্দিন। এতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি বৃহস্পতিবার চরমোন্তাজ তদন্ত কেন্দ্রে মৌখিক অভিযোগ জানানো হয়। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পেয়েই দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here