এবার ‘পুষ্পা’ গানে নাচলেন দীঘি, ভিডিও ভাইরাল

0
154

করোনার ঊর্ধ্বগতির মধ্যেও ভারতের দক্ষিণী সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে বাজিমাত করেছে। বিশেষ করে বলিউডে রেকর্ড গড়েছে সিনেমাটি। ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছে।

এদিকে সিনেমার সংলাপ, নাচ যেন ভাইরাসের মতো ছড়িয়ে গেছে সবখানে। পুষ্পার ‘শ্রীভল্লি’, ‘সামে’, ‘চাকা চাকা’ গানে মেতেছেন নেটিজেনরা।

এবার আল্লুর ‘পুষ্পা’ জ্বরে আক্রান্ত হলেন বাংলাদেশি নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমার ‘সামে’ গানে অভিনেত্রী রাশমিকার মতো করে কোমর দুলিয়ে নাচলেন তিনি। দীঘির সেই নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মূহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এ নাচে দীঘিকে সঙ্গ দিয়েছেন কোরিওগ্রাফার তানজিল জনি। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন জনি। পোস্টের পর একদিন পার করতেই ভিডিওর ভিউ দেড় লাখ ছাড়িয়ে গেছে।

জানা গেছে, একটি পণ্যের ফটোশুটে গিয়ে তিনি ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনির সঙ্গে ‘সামে’ গানের তালে নাচেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here