বিশ্বজয়

0
280

কখনো কি দেখেছো?
বিনম্র শ্রদ্ধায়
শহিদ মিনারের কান্না,
স্মৃতিসৌধের রক্তাত্ত বেদনা।
কখনো কি দেখেছো?
লাশের মিছিলে রাজপথ
প্রাণহীন লাশের শহর,
জয়নালের দুর্ভিক্ষ দুর্লভ।
কখনো কি দেখেছো?
মনের ভিতরের হিংস্রতা
কেড়ে নেয় ভ্রাতৃত্ব ভালবাসা,
লজ্জায় ফাঁসির কাষ্টে মানবতা!
কখনো কি দেখেছো?
জীবনে বেঁচে থাকা বিচরণ
রাত্রির আঁধারে চোখের জল,
আজানের ধ্বনিতে বক্ষ ঢলমল।
কখনো কি দেখেছো?
দু’হাত তুলে চেয়েছো
স্বার্থের হুলিয়ায় পালিয়ে খুঁজেছো,
নিজের আভিজাত্যে মেতে উঠেছো।
কখনো কি দেখেছো?
আয়নার সম্মুখে দাঁড়িয়ে
অতীতের জানালায় স্মৃতির নগর,
বুলেটের আঘাতে এক ছাদে মরণ।
কখনো কি দেখেছো?
অন্যায়ের কাছে ধানমন্ডি রক্তের ক্ষয়
ত্যাগের মহিমায় স্বাধীনতার সূর্যোদ্বয়
লাল-সবুজ পতাকায় মোদের বিশ্বজয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here