ফাইনালে দুই গোল করা ‘বুড়ো’ বোনুচ্চি ম্যাচ সেরা

0
258

ইউরোয় নতুন ইতিহাস রচিত হলো আজ। ইংলিশদের হারিয়ে ইউরো জয়ের মুকুট এখন রবার্তো মানচিনির দলের মাথায়।

ইতালির এই ইউরো জয়ের অন্যতম নায়ক বনে গেলেন লিওনার্দো বোনুচ্চি। ম্যাচে দারুণ দুটি গোল করেছেন। একটি শটে অন্যটি হেডে।

রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইতালির শিরোপা জয়ের এই অভিজ্ঞ তারকাই ফাইনালের ম্যাচ সেরা হলেন।

আজ্জুরিরা শুরুতেই পিছিয়ে যাওয়ার পর ৬৭তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের জটলা থেকে গোল করেন বোনুচ্চি। ইনসিনিয়ের কর্নারে বল কাছের পোস্টে পড়লে ভেরাত্তি গোলমুখে হেড নেন। শুরুতে সেই হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। কিন্তু তাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন বোনুচ্চি।

সেই সঙ্গে ইউরোর ফাইনালে সবথেকে বেশি বয়সে গোল করার রেকর্ডও গড়েন ইতালিয়ান ডিফেন্ডার ৩৪ বছর ৭১ দিন বয়সে ইউরোয় লড়াইয়ে গোল করার রেকর্ড গড়লেন তিনি। ১৯৭৬ সালে পশ্চিম জার্মানির হয়ে হলজেনবেইন ৩০ বছর বয়সে গোল করেছিলেন।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে মিডফিল্ডে সতীর্থদের কাছে বল পরিবেশনার মধ্যেও সেরা ছিলেন তিনি। প্রতিপক্ষের অন্তত ৩৪টি প্রচেষ্ট ফিরে যেতে হয়েছিল বনুচ্চির সামনে থেকে।

ইতালিয়ানরা গোলরক্ষক ডোনামারুনাকে হয়তো জাতীয় বীর বানিয়ে দিচ্ছেন। কিন্তু লিওনার্দো বোনুচ্চির অবদানও কম নয়। পুরো মাঠজুড়েই তার বিচরণ ছিল। সমতাসূচক গোলটিও পেয়ে গেলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here