গত কয়েকমাস ধরেই যেন অল-রাউন্ডার সাকিব আল হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ব্যাটের চেয়ে বল হাতেই তিনি পারফর্ম করে যাচ্ছিলেন। বোলিং দিয়ে ম্যাচসেরাও হয়েছেন। আজ বিপিএলের ম্যাচে দেখা গেল অল-রাউন্ডার সাকিবকে।
ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতে হাড়কিপ্টে ছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক।
টস জয়ের পর ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। দল তখন ২৪ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি বেঁধে সাকিব শুরু করেন পাল্টা আক্রমণ। তাদের ব্যাটেই ঘুরে দাঁড়ায় বরিশাল। এক পর্যায়ে কামরুল ইসলাম রাব্বির বলে ইয়াসির আলীর তালুবন্দি হয়ে ফিরেন ২৭ বলে ২ চার ৩ ছক্কায় ৪১ রান করা সাকিব। ভাঙে ৫৯ বলে ৭৯ রানের চতুর্থ উইকেট জুটি।
বল হাতে সাকিব ছিলেন আরও দুর্ধর্ষ। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন মাত্র ২ রান। ফিরতি ওভারে এসেও তিনি ঠিক ২ রানই দিয়েছেন। ৭ম ওভারে এসে তৃতীয় বলে তুলে নেন সৌম্য সরকারকে (১৩)। লং অনে ক্যা নেন শান্ত। ওই ওভারে সাকিব দিয়েছেন আরও কম, মাত্র ১ রান! নিজের কোটা রশেষ ওভার করতে এসে পঞ্চম বলে রনি তালুকদারের থেকে একমাত্র বাউন্ডারি হজম করেন সাকিব। শেষ বলেই ফ্লাইটেড ডেলিভারিতে রনিকে বোল্ড করে প্রতিশোধ নেন। ৪ ওভারে মাত্তর ১০ রান দিয়ে সাকিবের শিকার ২টি। সেরা অল-রাউন্ড পারফর্মেন্সের জ্বলন্ত উদাহরণ।


