১১ সপ্তাহ পর আজ বাসায় ফিরছেন খালেদা জিয়া

0
280

রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন। আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করবেন।

এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, এ উপলক্ষে এভারকেয়ার হাসাপাতাল কর্তৃপক্ষের গঠিত খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড সংবাদ সম্মেলন করবে।

হাসপাতালটির অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করা হবে।
গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here