ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশ যুবাদের

0
183

প্রথমে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ যুবারা। শিরোপা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল বাংলাদেশের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল টাইগার যুবারা।

এবারও আশা ছিল তেমন কিছুর। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। বিশ্ব চ্যাম্পিয়ন তকমা আর থাকছে না বাংলাদেশের যুবাদের।

শনিবার রাতে অ্যান্টিগায় রাকিবুল হাসানের দল ভারতের কাছে হেরেছে ৫ উইকেটের ব্যবধানে।

আগে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

এদিন ভারতের বিপক্ষে শুরু থেকেই ধুঁকতে থাকে জুনিয়র টাইগাররা। দলীয় মাত্র ১২ রানের মধ্যে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেনের উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। মাহফিজ ২ ও ইফতেখার ১ রান করে রবি কুমারের বলে আউট হন।

সেই যে শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়ে টাইগাররা। এরপর আর সেখান থেকে ওঠে দাঁড়াতে পারেনি তারা।

পরে ব্যাট করতে আসা প্রান্তিক নাবিল ৭, আইচ মোল্লা ১৭, আরিফুল ইসলাম ৯, ফাহিম ০ ও অধিনায়ক রকিবুল হাসান ৭ রান করে ফেরেন।

এরপর দলের কিছুটা হাল ধরেন মেহরাব। তিনি ৪৮ বল খেলে ৩০ রান করেন। দলের সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই। এছাড়া আশিকুর জামান ১৬ ও তানজিম হাসান ২ রান করে আউট হন। ২ রান করে অপরাজিত থাকেন রিপন মণ্ডল।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রবি কুমার। তিনি মাত্র ১৪ রান দিয়ে উইকেটগুলো নিজের ঝুলিতে পুড়েন। ২৫ রান খরচায় দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন ভিকি ওসওয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here