দিনাজপুরে জেঁকে বসেছে শীতের তীব্রতা। ফলে মাঝারিভাবে বইছে শৈত্যপ্রবাহ। তবে অব্যাহত কুয়াশা আর ঠাণ্ডার কারণে কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।
রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশায় ঢাকা ছিল জেলার বেশিরভাগ এলাকা। হাড় কাঁপানো ও কনকনে শীতে ব্যাহত হয়েছে ছিন্নমূল মানুষের জীবনযাত্রা।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।
এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, তেঁতুলিয়া ৬ দশমিক ৮, সৈয়দপুরে ৮ দশমিক ২, রংপুর ৯ দশমিক ৫, ডিমলা ৮ দশমিক ৯, নওগাঁ ৮ দশমিক ৫, রাজশাহী ৮ দশমিক ৬, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৬ এবং শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে চলমান শৈত্যপ্রবাহটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ওই ইনচার্জ।


