ইয়াবা-হেরোইনসহ ৫৯ জনকে গ্রেফতার

0
177

ইয়াবা, হেরোইন এবং বিপুল পরিমাণ মাদকসহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়, সেগুলো হচ্ছে— ৬৫৭২ পিস ইয়াবা বড়ি, ১৮ কেজি ৭৯০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ৬০৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন ও ১৭ বোতল ফেনসিডিল।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here