ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ বোলিংয়ে নাজমুল

0
149

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম পর্ব শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচ থেকে পুরো চার পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে। ছয় ফ্র্যাঞ্চাইজির এই টি ২০ টুর্নামেন্টের প্রথম পর্বে ঢাকায় তিন ম্যাচের একটি জয় ও দুটি হারে দুই পয়েন্ট পাওয়া ফরচুন বরিশাল রয়েছে তলানিতে।

তাদের উপরে টুর্নামেন্টের সবচেয়ে দামি দল মিনিস্টার গ্রুপ ঢাকা। চার ম্যাচে তাদের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (তিন ম্যাচে চার পয়েন্ট), সিলেট সানরাইজার্স (দুই ম্যাচে দুই পয়েন্ট) এবং খুলনা টাইগার্স (দুই ম্যাচে দুই পয়েন্ট)।

টুর্নামেন্টে এ পর্যন্ত হাফ সেঞ্চুরি হয়েছে মাত্র তিনটি। এর মধ্যে ঢাকার তামিম ইকবাল দুটি (৫০ ও ৫২ যথাক্রমে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে) এবং খুলনার রনি তালুকদার (৬১, ঢাকার বিপক্ষে) একটি ফিফটি হাঁকিয়েছেন।

চার ম্যাচে ১২৪ রান নিয়ে এখন পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহের তালিকায় সবার উপরে ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে চট্টগ্রামের ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল (তিন ম্যাচে ১১২ রান) এবং ঢাকার ওপেনার তামিম ইকবাল (চার ম্যাচে ১০৫ রান)।

বোলিংয়ে সবার উপরে সিলেটের বাঁ-হাতি স্পিনার নাজুমল ইসলাম। দুই ম্যাচে তার শিকার সাত উইকেট। সমান ছয়টি করে উইকেট নিয়ে দুইয়ে যথাক্রমে চট্টগ্রাম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তার সতীর্থ বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। দুজনই সমান তিনটি ম্যাচ খেলেছেন। সমান পাঁচ উইকেট নিয়ে তিনে আছেন চারজন-কুমিল্লার নাহিদুল ইসলাম, বরিশালের আলজারি যোসেফ, খুলনার কামরুল ইসলাম রাব্বি ও বরিশালের ডুয়ানে ব্রাভো।

বিপিএলে প্রথমবার খেলতে আসা প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। কুমিল্লার হয়ে এখন পর্যন্ত দুই ম্যাচে তার সংগ্রহ মাত্র আট রান (২ ও ৬)। টি ২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলও বড় ইনিংস উপহার দিতে পারেননি। বরিশালের হয়ে দুই ম্যাচে তিনি করেছেন ৪৩ রান (৩৬ ও ৭)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here