গাজীপুরের পূবাইলে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) যুবকের বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে পূবাইলের তালটিয়া রেলগেটের পশ্চিম পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরনে ছিল কালো গেঞ্জি ও ব্লু কালারের জিন্স পেন্ট।
তালটিয়ায় দায়িত্বরত গেইটম্যান সানোয়ার হোসেন জানান, কমলাপুর টু চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। লাশের দুই পা দুই হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই ইমায়েদুল জানান, তালটিয়া এলাকায় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


