আয়াতুল্লা খামেনির ভাতিজি গ্রেফতার

0
139

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির ভাতিজি ফারিদা মোরাদখানিকে দেশটির রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে।

তবে কী কারণে তাকে রোববার গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি। খবর আরব নিউজের।

ফারিদার ভাই মাহমুদ মোরাদখানি বোনের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ ফ্রান্সে নির্বাসনে আছেন।

তিনি যুক্তরাজ্যভিত্তিক মিডিয়াবিষয়ক একটি সংগঠন ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তার বোনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহমুদ বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী নিপীড়ক। ফারিদা কোনো রাজনৈতিক কর্মী নন। ইরানে কোনো রাজনৈতিক ও অধিকারকর্মী হওয়ার স্বাধীনতা নেই।

মাহমুদ আরও বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর বিরোধী আমরা। এটি আমার চাচা আয়াতুল্লা খামেনি অবশ্যই ভালোভাবে জানেন।

ফারিদা মোরাদখানি ইরানে মৃত্যুদণ্ড বাতিল ও বন্দিদের অধিকারের দাবিতে প্রচার চালিয়ে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here