নির্ধারিত তারিখে হচ্ছে না বইমেলা

0
253

অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখে তা আর হচ্ছে না।

রোববার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ যুগান্তরকে বলেন, বইমেলা ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসের আগ্রাসী ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া এবং করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারি সব ধরনের নির্দেশনা মেনে আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে দুই সপ্তাহ স্থগিত হওয়ায় বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের। তবে তারা ২০ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের তাগিদ দিয়েছিলেন।

ইতোমধ্যে মেলার দুই অংশ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে কাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।

এর আগে গত রোববার অমর একুশে বইমেলা-২০২২ আয়োজন প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা যুগান্তরকে বলেছিলেন, সরকারের সব নির্দেশনা মেনে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সরকারি কোনো নিষেধাজ্ঞা এলে সে অনুযায়ী সব জায়গায় আলোচনা করে, যেটি সবার জন্য মঙ্গলজনক সেটিই করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here