স্বাস্থ্যের ডিজির জরুরি সংবাদ সম্মেলন বিকালে

0
151

কোভিড ১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম।

সোমবার বিকাল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩০৫ জনের দেহে নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের মোট সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৮ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় করোনায়। করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় ১১ দফা বিধিনিষেধ চলছে দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here