নির্ঘুম রাত কাটিয়েছেন মুমিনুল

0
181

বে ওভালে পঞ্চম দিন কী হবে সেটি ভেবে আগের রাতে ঘুম হয়নি অধিনায়ক মুমিনুল হকের।

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন টাইগার অধিনায়ক।

১২ হাজার কিলোমিটার দূরে মাউন্ট মঙ্গানুইয়ে পাওয়া জয়ে কেটে গেল বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক আঁধার। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ম্যাচের টেস্ট সিরিজে।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ দিন শুরু করা কিউইদের ইনিংস শেষ হতে এক ঘণ্টাও লাগেনি। ইবাদত-তাসকিন তাণ্ডবে এলোমেলো হয়ে যায় কিউই ব্যাটিং অর্ডার। এর পর মামুলি ৪০ রানের তাড়ায় ২ উইকেট হারাতে হয় বটে, জয়ের মাহাত্ম্য তাতে কমেনি একটুও।

এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়ের কৃতিত্ব দলের সব সদস্যকেই দিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল।

জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, কী অনুভব করছি। এটি এক কথায় অবিশ্বাস্য। সত্যি কথা বলতে— আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি, আজ কী হবে সেটি ভেবে।

তিনি বলেন, এটি একটি টিমওয়ার্ক ছিল। সবাই এ ম্যাচ জিততে আগ্রহী ছিল। আমাদের সব ডিপার্টমেন্ট ভালো করেছে। সবাই যার যার অবস্থানে তাদের সেরাটা দিয়েছেন।

মুমিনুল আরও বলেন, আসলে আমাদের বোলারদের কারণে আমরা জিতেছি, তারা সঠিক জায়গায় বোলিং করেছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করেছে। আমরা জানি নিউজিল্যান্ডে যখন সূর্য অস্ত যায়, উইকেট স্পিন হয় এবং আমরা এই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। ইবাদত তো অবিশ্বাস্য ছিল। অসামান্য প্রচেষ্টা ছিল তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here