মানিকগঞ্জে কর্মহীনদের বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে যুবলীগ

0
236

লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছেন দিচ্ছে মানিকগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার কোর্ট চত্বর, শহীদ রফিক সড়ক এলাকা, পূর্ব দাশড়া ও গঙ্গাধরপট্টিসহ বেশ কয়েকটি এলাকায় এক হাজার পরিবারের মধ্যে তারা এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি, আহবায়ক কমিটির সদস্য ফিরোজ আলম খান, সাদেকুল ইসলাম সোহা, মনিরুল ইসলাম খান মনি, সামিউল আলীম রনি, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান, মাহমুদুল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ ও মাঈনুল হোসেন নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগ লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থদের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। যতোদিন লকডাউন থাকবে, ততোদিন যুবলীগ অসহায় মানুষের পাশে সহযোগিতা অব্যাহত রাখবে।

যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি বলেন, পৌর এলাকা থেকে আমরা এ কর্মসূচি শুরু করেছি। আমাদের এই কর্মসূচি পুরো জেলায় চলমান থাকবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এককেজি ডাল, এক কেজি লবন ও একটি হুইল সাবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here