নিউজিল্যান্ডে টেস্টে চমক দেখাচ্ছে বাংলাদেশ। বিদেশের মাটিতে টেস্টে এমন ‘পজিটিভ’ বাংলাদেশ দলকে শেষ কবে দেখা গেছে এটি মনে করা সময়ের ব্যাপার।
মাউন্ট মঙ্গানুইয়ের বে-ওভালে টেস্টে আগের দুদিনের দাপট তৃতীয় দিনেও ধরে রেখেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করার পর বাংলাদেশ দ্বিতীয় দিনশেষে ২ উইকেটে ১৭৫ রান তুলে। সোমবার তৃতীয় দিনেও দারুণ খেলছেন টাইগার ব্যাটাররা।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের পর ফিফটি করেন লিটন কুমার দাসও। মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্তর পর লিটন-মুমিনুলের অর্ধশতকে নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের ৩২৮ রান অতিক্রমের দোরগোড়ায় টাইগাররা।
এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারানো সফরকারীদের সংগ্রহ ৩১৭ রান। লিটন ৫৫ এবং মুমিনুল ৬৭ রান নিয়ে ব্যাট করছেন।
মুমিনুল ১৭ ও লিটন দাস ১২ রান নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু করেন। সকালের খোলস বন্দি মুমিনুল মধ্যাহ্নবিরতি থেকে ফিরে আগ্রাসী ব্যাটিং করেন। লিটনও সমান তালে ব্যাট চালিয়েছেন। তার অর্ধশতক আসে অনেকটা ওয়ানডে স্টাইলে। যদিও ৪০-এর পর বেশ সময় নেন লিটন।
এই সেশনের জোড়া ফিফটির প্রথমটা আসে মুমিনুলের ব্যাট থেকে। তৃতীয় দিনের প্রথম সেশনে অনেকটাই খোলস বন্দি ছিলেন এ বাঁহাতি। ১৭ রান করতে খেলেন ৯৮টি বল। যেখানে বিরতির আগে মাত্র একটি বাউন্ডারি ছিল মুমিনুলের, সেখানে বিরতি কাটিয়ে ফিরে আরও ৭টি চারের মার তার ব্যাটে। ১৪৭ বলে ছুঁয়েছেন ব্যক্তিগত ৫০ রানের কোটা। পরের ৩৩ রান করতে খরচ করেন ৪৯ বল।
মুমিনুলের পর একই পথে হাঁটেন লিটন। সম্প্রতি টেস্টে ধারাবাহিক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ডে খেলতে নেমেও রানের দেখা পেয়েছেন। লিটনের ফিফটি আসে মাত্র ৯৩ বলে। যেখানে নান্দনিক শটে ৬টি চারের মার।
মুমিনুল-লিটনের জোড়া ফিফটির সঙ্গে পঞ্চম উইকেটে দুজনে শতক ছাড়ানো অবিচ্ছেদ্য পার্টনারশিপে লিডের পথে হাঁটছে বাংলাদেশ।
লিটনের ফিফটির পর শেষ হয় দ্বিতীয় সেশনের খেলা। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৮৭ রান। প্রথম ইনিংসে নিউনিল্যান্ডের থেকে মুমিনুল হকের দল পিছিয়ে ২১ রানে।
সংক্ষিপ্ত স্কোর (লাঞ্চ পর্যন্ত)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩১৭/৪ (মাহমুদুল ৭৮, মুমিনুল ৭০*, মুশফিক ১২, লিটন ৬৫*; সাউদি ২৬-২-৭৭-০, বোল্ট ২০-৭-৪৪-১, জেমিসন ১৮-৮-৩৬-০, ওয়াগনার ২৩-৭-৪৩-৩, রবীন্দ্র ১৭-১-৪৭-০)


