দীর্ঘতম জিহ্বার রেকর্ড!

0
233

২০ বছর বয়সী এক তরুণ জিহ্বা দিয়ে নাক তো বটেই চোখও প্রায়ই ছুঁয়ে ফেলতে পারেন। ১০ দশমিক ৮ সেন্টিমিটার দৈর্ঘের জিহ্বা নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জিহ্বা ৮ দশমিক ৫ সেন্টিমিটার আর প্রাপ্তবয়স্ক নারীর জিহ্বা ৭ দশমিক ৯ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

ভারতের তামিলনাড়ুর বাসিন্দা কে প্রবীণ নামে ওই তরুণের জিহ্বা ঠাঁই পেয়েছে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জিহ্বার দৈর্ঘ্য মেপে তাকে দীর্ঘতম জিহ্বার অধিকারীর খেতাব দেওয়া হয়।

মিনিটে ২১৯ বার জিহ্বা দিয়ে নাক স্পর্শ করে গত বছর এশিয়া বুক অব রেকর্ডে নাম উঠিয়েছিলেন প্রবীণ।

বর্তমানে তিনি জিহ্বা দিয়ে চোখের পাতা স্পর্শ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রমাণ সাইজের জিহ্বা দিয়ে সহজেই নাকের সব অংশ, এমনকি হাতের কনুই পর্যন্ত স্পর্শ করতে পারেন তিনি।

অর্থের সহায়তার অভাবে গিনেস বিশ্ব রেকর্ড পরযন্ত পৌঁছাতে পারছেন না তিনি। তবে বিশ্বব্যাপী স্বীকৃতি পাওয়ার জন্য অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here