বাবার পর মাকেও হারালেন অভিনেতা জায়েদ খান

0
199

বাবাকে হারানোর এক বছরের মাথায় জন্মাদাতা মাকেও হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

সোমবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জায়েদ খানের মা সাহিদা হক হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জায়েদ খান লেখেন— মা আর নেই। আজ ভোরি ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।

মায়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লেখেন— আল্লাহতায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এমএ হক মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here