বিপিএলে দল পাননি আশরাফুল নাসির জুনায়েদরা

0
218

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের নিলাম হয়ে গেল সোমবার। নিলামে দল পাননি মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন ও জুনায়েদ সিদ্দিকীর মতো অনেক তারকা ক্রিকেটার।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিতে আগ্রহ দেখায়নি বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিল। দল পাননি জাতীয় দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেন, ওপেনার জুনায়েদ সিদ্দিকীর মতো বেশ কিছু অভিজ্ঞ তারকা।

বিপিএলে দল পাননি জাতীয় দলের ওপেনার সাইফ হাসান, টেস্ট দলের নিয়মিত সদস্য আবু জায়েদ চৌধুরী রাহী, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের তরুণ তারকা ক্রিকেটার তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। জাতীয় দলের আলোচিত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও বিপিএলের দল পাননি।

এছাড়া দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, শাহাদাত হোসেন রাজিব, তানভির হায়দার, সোহরাওয়ার্দী শুভ।

বিপিএল অষ্টম আসরে যারা দল পাননি

মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, সোহরাওয়ার্দী শুভ, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনিসুল ইসলাম ইমন, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু, শাহাদাত হোসেন রাজিব, তানভীর হায়দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here