বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজনে দুরন্ত টেলিভিশনে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তোফায়েল সরকার।
নাচের এ বিশেষ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী- রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ অনেকে।
নাচের এ বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। এছাড়া বড়দিন উপলক্ষে এই টিভিতে মজার সিনেমা প্রচার হবে।
থাকছে মজার সিনেমা ‘লুই অ্যান্ড লুকা অ্যান্ড দ্য স্নো মেশিন। এটি প্রচার সকাল ১০টায়। এছাড়া বড়দিন উপলক্ষে ডোরা দি এক্সপ্লোরারের বিশেষ পর্ব প্রচার হবে ২৬ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে।


