ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে বিজেপি। মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা গেছে, বহু ওয়ার্ডে তিন নম্বরে নেমে এসেছে বিজেপি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামরা। এই প্রেক্ষাপটে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের ব্যাপক আলোচিত-সমালোচিত রাজ্যপাল জগদীপ ধনখড়। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৌরসভা নির্বাচনের পর সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ শাহী দরবারে তিনি হাজির হন। তবে কী বিষয়ে এই বৈঠক তা তিনি জানাননি। বিধানসভা নির্বাচনের পরই দেখা গিয়েছিল তিনি নয়াদিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।
এর আগে নয়াদিল্লি সফর নিয়ে বুধবার সকালে রাজ্যপাল ধনখড় টুইটবার্তায় বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বাসভবনে দেখা করতে যাবো।’ এইটুকুই লিখেছেন তিনি। তবে মনে করা হচ্ছে, রাজ্যপাল পেগাসাস নিয়ে বারবার যে নথি তলব করেছিলেন রাজ্য সরকারের কাছে তা পেয়েই নালিশ ঠুকতে যান শাহী দরবারে। কিন্তু রাজ্যপালের টুইটের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কী কারণে হঠাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি?
কলকাতা পৌরসভা নির্বাচনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা তুলে ধরতে এই সফর বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যপালের কাছে একাধিক নালিশ ঠুকেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেগুলিও তুলে ধরা হবে বলে সূত্রের খবর।


