ইসলাম প্রচারের অভিযোগে দুই তুর্কি সাংবাদিক রাশিয়ায় গ্রেফতার

0
198

তুরস্কের সংবাদমাধ্যম জিজেডটির দুই সাংবাদিককে ইসলাম প্রচার ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে রাশিয়া।

রাশিয়ার খাকাসিয়া প্রজাতন্ত্র থেকে ১৬ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

জিজেডটির এক প্রতিবেদনের বরাতে খবরে বলা হয়, নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকের জিনিসপত্র জব্দ করা হয়েছে এবং জোরপূর্বক তথ্য মুছে ফেলতে বাধ্য করেছে রুশ কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই সাংবাদিক তুর্কি জনগোষ্ঠীর লাইফস্টাইল ও সংস্কৃতি নিয়ে তথ্যচিত্র নির্মাণের জন্য রাশিয়ায় ছিলেন।

জিজেডটি বলছে, রাশিয়া তাদের যে প্রত্যাবাসন কেন্দ্রে রেখেছে সেখানে তাদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সেখানে সারাক্ষণ এসি চালু থাকে যা তাদের অসুস্থ করে ফেলছে। এ ছাড়া দুই সাংবাদিকদকে সবসময় নজরদারির মধ্যে রাখা হচ্ছে ও তাদের মোবাইল বারবার পরীক্ষা করা হয়, যা গোপনীয়তার লঙ্ঘন।

অপরদিকে ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম বলছে, ওই দুই সাংবাদিক রাশিয়া বিরোধী অপপ্রচার চালানোর পাশাপাশি গোয়েন্দাগিরি করছিল। তারা দেখানোর চেষ্টা করছিল যে, তুর্কি জাতিভুক্ত মানুষ রাশিয়ায় খুবই কঠিন পরিস্থিতিতে রয়েছে। ওই দুই সাংবাদিক ইসলাম প্রচারের চেষ্টাও করছিলেন।

এর আগে আরও দুই তুর্কি সাংবাদিককে গ্রেফতার করেছিল রাশিয়া।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here