সিনেমায় সুজন হাবিব

0
323

মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও পরে টিভি নাটকে অভিনয় করে প্রশংসিত তরুণ অভিনেতা সুজন হাবিব। নাটকে সফলতার কারণেই এবার সিনেমায়ও অভিষেক ঘটছে তার। এটির নাম ‘জীবন পাখি’। পরিচালনা করছেন আসাদ সরকার।

সম্প্রতি রাজশাহীর কয়েকটি লোকেশনে এটির শুটিং সম্পন্ন হয়েছে। এ সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সুজন হাবিব।

এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমা প্রতিটি অভিনয় শিল্পীরই আরাধ্য একটি জায়গা। আমিও ঠিক তাই মনে করি। প্রথমবার একটি গল্পপ্রধান সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। আশা করছি এটি মুক্তি পেলে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন।

এদিকে নাটকের অভিনয়ে তুমুল ব্যস্ততা রয়েছে তার। সম্প্রতি একাধিক খণ্ড নাটকে অভিনয় করছেন সুজন হাবিব। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক হলো পারভেজ নয়নের পরিচালনায় ‘কর্ম ফল’, খলিরুর রহমান নয়নের ‘পুরুষ বাঁশি’, রাইসুল তমালের ‘বইওয়ালা’, পনির খানের ‘শটকার্ট সেলিব্রেটি’ এবং রাকেশ বসুর ‘হাই ভোল্টেজ’।

এ ছাড়াও কিছুদিন আগে একটি ওয়েব কন্টেন্টেও অভিনয় করেছেন এই অভিনেতা। বুলবুল মাসুদের পরিচালনায় এটির নাম ‘দ্বিতীয় ঈশ্বর’। অভিনয়ের ধারাবাহিকতায় নিজেকে প্রতিনিয়তই এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন সুজন হাবিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here