সংযুক্ত আরব আমিরাতে পাওয়া গেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। গত বুধবার (১ ডিসেম্বর) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় টুইটারে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ওমিক্রনে আক্রান্ত নারী দক্ষিণ আফ্রিকার নাগরিক। সম্প্রতি তিনি তার দেশ থেকে আমিরাতে এসেছেন। টুইট বার্তায় স্বাস্থ্য সংস্থা জানায়, ওমিক্রনে আক্রান্ত নারী ইতোমধ্যে করোনার টিকা গ্রহণ করেছেন।
২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার নতুন ধরন শনাক্তের বিষয়ে সতর্ক করে। অবশ্য পরে জানা যায়, এর আগেই নেদারল্যান্ডসে পাওয়া গিয়েছিল ধরনটি। তখন এর আনুষ্ঠানিক কোনো নাম না থাকলেও ভ্রমণে কড়াকড়ি আরোপে দেরি করেনি বিশ্ব। আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ।


