ঘুমিয়ে পড়া রোগীকে বেশ ডাকাডাকি করে ঘুম থেকে তুললেন এক নার্স। রোগী খানিকটা বিরক্ত হয়ে বললেন, ‘কী ব্যাপার, এভাবে ঘুম থেকে ডেকে তুললেন কেন?’
নার্স নির্বিকার ভঙ্গিতে জবাব দিলেন, ‘না মানে ঘুমানোর আগে আপনাকে ঘুমের ওষুধটা খাওয়াতে ভুলে গিয়েছিলাম। দয়া করে এখন একটু খেয়ে নিন!’
*
জলিল সাহেব বড় চাকরি করেন। তার অধীনে অনেকেই কাজ করেন। কোনো কারণে তার একদিন মেজাজ খুব খারাপ। সামনে যাকে পাচ্ছেন তাকেই বকছেন। ঠিক সে সময় অফিসের পিয়ন একটি কাগজের প্যাকেট হাতে তার কক্ষে প্রবেশ করল। তা দেখে জলিল সাহেব চেঁচিয়ে বললেন, ‘এই যে লাট সাহেব, সারাদিন কাজের কাজ তো কিছুই করিস না! হাতে ওই প্যাকেটটা কোন ছাগলের?’
পিয়ন : আপনার স্যার!
জলিল সাহেব : ইয়ে মানে পাঠিয়েছে কোন গাধা?
পিয়ন : আপনার বাবা স্যার!
*
প্রথম বন্ধু : দোস্ত, তুই বলছিস সংসার জীবনে তুই খুব সুখেই আছিস! কিন্তু তুই তো বিয়ে করেছিস আমাদের ক্লাসমেট লাবণীকে। আর আমরা তো জানি লাবণী খুব জেদি আর বদমেজাজি? তোদের সুখে থাকার রহস্যটা কী?
দ্বিতীয় বন্ধু : রহস্যটা হলো আমি যখন কোনো দোষ করি সঙ্গে সঙ্গে স্বীকার করে ওর কাছে মাফ চেয়ে নিই। আর ও যখন কোনো দোষ করে আমি চুপ থাকি!


