হাফ ভাড়া নিয়ে জাবি ছাত্রীকে হয়রানির অভিযোগ

0
340

রাজধানীর মিরপুরে হাফ ভাড়া দেওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হয়রানি করার অভিযোগ উঠেছে। ক্যাম্পাস থেকে মিরপুর-১৪তে যাওয়ার পথে রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইতিহাস পরিবহনের গাড়ি আটকিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের অন্তত ১৭টি গাড়ি আটকে রাখেন শিক্ষার্থীরা।

পরে বিকালে ইতিহাস ও ঠিকানা পরিবহনের মালিকপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করলে আন্দোলন তুলে নেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান সাংবাদিকদের বলেন, বাস মালিকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আইডি কার্ড দেখানোসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া রাখার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে সর্বনিম্ন পাঁচ টাকা ও সর্বোচ্চ ২৫ টাকা নিতে সম্মত হয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের তিনজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিরপুরে যাচ্ছিলেন। বাসে হাফ ভাড়া দিলে বাসের সুপারভাইজারের সঙ্গে ওই তিন ছাত্রীর বাগবিতণ্ডা হয়। মিরপুর-১৩তে যাওয়ার পর বাস থেকে দুই ছাত্রী নেমে যান। আরেকজন মিরপুর-১৪ এলাকায় যাওয়ার জন্য বাসেই ছিলেন।

বাসে থাকা ওই ছাত্রী বলেন, মিরপুর-১৩ পার হয়ে কিছুটা সামনে এসে বাস থেকে সবাইকে নামতে বলা হয়। আমি নামতে গেলে কন্ডাক্টর দরজা বন্ধ করে দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে থানা পুলিশে অভিযোগ দেওয়ার কথা বললে আমাকে বাস থেকে নামিয়ে দিয়ে বাসটি দ্রুত চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here