ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র হিমেল হামিদ দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকালে শহীদুল্লাহ হল থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দিলেও তিনি আর বাড়ি ফেরেননি।
হিমেলের বাবার নাম বিল্লাল সিকদার। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুরের জামালহাটকুড়া গ্রামে। এ ঘটনায় শনিবার রাতে হিমেলের চাচাতো ভাই ঢাবির শিক্ষার্থী মাহফুজ তালুকদার রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছেলে নিখোঁজের বিষয়ে বিল্লাল সিকদার রোববার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার হিমেল আমাকে শুক্রবার বা শনিবার বাড়িতে আসার কথা জানায়। এরপর শুক্রবার বাড়ি না আসায় ভেবেছি শনিবার আসবে, তবে শনিবার সে বাড়ি পৌঁছায়নি। শনিবার তার ফোনে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তিনি আরও বলেন, আজকে জামালপুর হাসপাতালে তাকে পাওয়া গিয়েছে বলে খোঁজ পাই। গাড়ি করে জামালপুরের উদ্দেশে রওয়ানা হলে আবার সংবাদ পাই যাকে পাওয়া গেছে সে হিমেল নয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী যুগান্তরকে বলেন, হিমেলের বিষয়টি নিয়ে আমাদের কাছে আমাদেরই রসায়ন বিভাগের ছাত্র মাহফুজ এসেছিল। এ ঘটনায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম কাজ করছে। এছাড়া শনিবার রাতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর তার ফোনের লোকেশন খুঁজে বের করা হয়েছে ১৯ তারিখ সকাল পৌনে সাতটা পর্যন্ত টাঙ্গাইল শহরে অবস্থান করছে। এখন তার খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতো করে চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে জানার জন্য শাহবাগ থানার ওসি মওদুদ হালদারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।


