লকডাউনে ব্যাংক লেনদেনের সময় বাড়ছে

0
170

করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে চলমান লকডাউনে ব্যাংক লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে পরের বুধবার পর্যন্ত লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে আগামী রোববারও লেনদেন বন্ধ থাকবে।

এখন সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের রোধে সরকারি বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে ৩০ জুন জারি করা ডিওএস সার্কুলার লেটারে কিছুটা পরিবর্তন এনে নতুন এ চিঠি দেয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও ১১ জুলাই রোববার ব্যাংক বন্ধ থাকবে। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত।

এর আগে সোমবার (৫ জুলাই) সরকার কঠোর বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এ কারণে ব্যাংকিং লেনদেনেও নতুন সময়সূচি ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here