পাকিস্তান একাদশে নেই হাসান আলি ও ইমাদ ওয়াসিম

0
173

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামীকাল মিরপুরে মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা না করলেও নিজেদের স্কোয়াড ১২ জনে নামিয়ে এনেছে সফরকারীরা।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচের একাদশে থাকা তিন খেলোয়াড়কে রাখেনি তারা। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে অন্তত তিনটি পরিবর্তন থাকছে তাদের।

সেই ১২ জনের দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদ।

দলে রাখা হয়নি বিশ্বকাপ একাদশে খেলা আসিফ আলি ও ইমাদ ওয়াসিম। দলে আছেন হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এই চারজনের মধ্যে অন্তত তিনজন খেলবেন প্রথম ম্যাচে।

প্রথম ম্যাচের জন্য পাকিস্তানের ১২ জনের দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলি, ফাখর জামান, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here