সামনে নিউজিল্যান্ড সিরিজে দলে জায়গা পাননি ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। এ খবরের পর নতুন আরেক খারাপ পরিস্থিতির সামনে পড়লেন এ ক্রিকেটার। কাস্টমসে আটকা পড়ল তার শখের ৫ কোটি টাকার দুটি ঘড়ি।
বিশ্বকাপ খেলা শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে আটকানো হয় এই অলরাউন্ডারকে। পরে সেখানে চেকিংয়ে আটক করা হয় তার সেই ৫ কোটি টাকার শখের ঘড়ি দুটি।
এ বিষয়ে এবিপি নিউজের বরাত দিয়ে একটি প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ খেলা শেষে আমিরশাহি থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরে হার্দিকের ঘড়ি দুটি আটক করে কাস্টমস বিভাগ। সেই ঘড়ি দুটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি বলে জানা যায়।
এমন ব্যয়বহুল ঘড়ির কোনো রশিদ দেখাতে পারেননি হার্দিক। আর ঘড়িগুলোর বিষয়ে সেখানে আসার আগে উল্লেখও করেননি বলেই তার ঘড়ি দুটি আটক করা হয় বলে সেই প্রতিবেদনে বলা হয়।
ব্যয়বহুল ঘড়ির প্রতি আগে থেকেই অনেক আগ্রহ আছে হার্দিক পান্ডিয়ার। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ঘড়ি সংগ্রহ দেখান তিনি। এমনকি অস্ত্রোপচারের পরে হাসপাতালের বেডে থাকা ছবিতেও তার হাতে পরে থাকতে দেখা যায় ব্যয়বহুল ঘড়ি।


