ফিরছেন আরিফুল ইসলাম মিঠু

0
151

দীর্ঘদিন পর কোনো টেলিভিশন প্রোগ্রামে অংশ নিলেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আরিফুল ইসলাম মিঠু। তার প্রাণবন্ত গায়কী শ্রোতাদের মুগ্ধ করে সব সময়। বিশেষ করে তার গজল সংগীত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেহেদী হাসানের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু মিডিয়ার কাছে তিনি যেন অবহেলিতই থেকে গেলেন। এজন্য মিঠুও কম দায়ী নয়। তিনি নিভৃতচারী। সব সময় তিনি নিজেকে আড়াল করে নীরবে নিভৃতে থাকতেই ভালোবাসেন।

এ প্রসঙ্গে আরিফুল ইসলাম মিঠু বলেন, নীরবে এসেছি একদিন নীরবেই চলে যেতে চাই। এত ঢাকঢোল পেটানোর প্রয়োজন কী? তাছাড়া আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখবেই। আমি এখনো হয়তো তেমন কেউ হতে পারিনি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। মানুষের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন, স্রষ্টার কাছে এটাই আমার প্রার্থনা।

এই গুণী শিল্পী বৈশাখী টিভির ‘গোল্ডেন সং’ অনুষ্ঠানে গান গাইবেন। তাসনোভা মোহনার উপস্থাপনা এবং লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১৫ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here