৪ দেশে ফ্লাইট স্থগিত করল তুরস্ক

0
229

চার দেশে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। করোনা মহামারি থেকে সুরক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়।

রোববার তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াহইয়া উসতুন এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কায় ফ্লাইট স্থগিত করেছে টার্কিশ এয়ারলাইন্স।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে উসতুন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ফ্লাইট স্থগিত করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার ব্রাজিলে ৭৩১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর লাতিন আমেরিকার এ দেশে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ১১ হাজার মানুষ।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মারা গেছেন ৫১ লাখ ১৫ হাজার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here