গুণী নির্মাতা নুরুল আলম আতিক কয়েক বছর আগে সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এটি সম্প্রতি আনকাট সেন্সর পেয়েছে। আগামী ১০ নভেম্বর এটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ১৯৭১ সাল। বাংলাদেশ এক বন্দীশালা। বিহারী অধুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দরটি সচল করতে আর্মি আসে। পাকিস্তানি আর্মির উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’।
পাণ্ডুলিপি কারখানার ব্যানারে নির্মিত এ ছবিটিতে অভিনয় করেছেন— লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গহর, জ্যোতিকা জ্যোতি, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।
ছবিটি নিয়ে নূরুল আলম আতিক বলেন, আমাদের সিনেমায় মহান মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুঁটি’ তেমন একটি প্রচেষ্টা।


