রেগে গিয়ে টিভি অনুষ্ঠান থেকে বের হয়ে যাওয়ায় এবং পরবর্তী সময় অনুষ্ঠানে যোগ না দেওয়ায় শোয়েব আখতারের কাছে ১০০ মিলিয়ন পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ চেয়েছে পিটিভি।
এ বিষয়ে আইনি নোটিশও পাঠিয়েছে পাকিস্তানের এই সরকারি টিভি চ্যানেল। তাদের অভিযোগ, চ্যানেলের খেলা বিভাগকে অবহিত না করে দুবাই ঘুরে এসেছেন শোয়েব। সেখানে অন্য একটি চ্যানেলের জন্য ভারতের ক্রিকেটারদের সঙ্গে একটি অনুষ্ঠানও করেছেন। এতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভির মান ক্ষুণ্ণ হয়েছে।
এদিকে পিটিভির পক্ষ থেকে এমন আইনি নোটিশ পেয়ে হতাশ ও বিব্রত শোয়েব আখতার। পিটিভির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
এক টুইটে শোয়েব বলেছেন, ‘আমি অত্যন্ত হতাশ। আমার সম্মান ও খ্যাতি রক্ষায় ব্যর্থ হওয়ার পর পিটিভি এখন আমাকে ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠিয়েছে। আমি একজন লড়াকু এবং এই লড়াই চালিয়ে যাব। আইন অনুযায়ী আমার আইনজীবী কাজ করবেন।’


