পুত্র ঈশানকে ভক্তদের সামনে আনলেন নুসরাত

0
131

দীপাবলির উৎসবে ভক্তদের বড়সড় চমক দিলেন কংগ্রেস নেত্রী ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহান!

ইনস্টাগ্রামে নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপন তো বটেই, এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ঈশানের ছবিও। খবর আনন্দবাজার পত্রিকার।

বেগুনি সিল্ক শাড়ির সঙ্গে ছিমছাম গহনা, হালকা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরাত। আঁচলের ফাঁকে বেরিয়ে পড়েছে ছেলে ঈশানের ছোট্ট মাথা।

বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। ইনস্টাগ্রামে নুসরাতের দীপাবলির উপহারে মাতোয়ারা ভক্তরাও।

আলোর উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরেছেন এ নায়িকা। ভূস্বর্গে যশের সফরসঙ্গী ছিলেন। পাশাপাশি এনা সাহার আগামী ছবিতে ফের জুটি বাঁধছেন দুজনে। সেই ছবির একটি গানও ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here