প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
১. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. মিঠাই খ. লোনা
√গ. লেজুড় ঘ. সাপুড়ে
২. কোনটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ?
√ক. সেবার তাকে সুস্থই দেখেছিলাম
খ. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল
গ. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি
ঘ. কে জানতে আমার ভাগ্য এমন হবে
৩. ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন’- কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক. আদেশ খ. উপদেশ
√গ. প্রার্থনা ঘ. অনুরোধ
৪. ছিটা, শিখা, ঝিমা, চিরা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
ক. ঘুরা খ. নি
গ. লাফা √ঘ. ফিরা
৫. “কান্নায় শোক মন্দীভূত হয়”-‘কান্নায়’ কোন কারক?
ক. অপাদান কারক খ. কালাধিকরণ
√গ. ভাবাধিকরণ ঘ. আধারাধিকরণ
৬. “বিনা স্বদেশি ভাষা মিটে কি আশা?”-এ বাক্যে ‘বিনা’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
ক. সঙ্গে খ. প্রয়োজন
গ. নিমিত্তে √ঘ. ব্যতিরেকে
৭. “এদেশের মাঝে একদিন সব ছিল”-এ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
√ক. একদেশিক/ঐকদেশিক খ. মধ্যে অর্থে
গ. ব্যাপ্তি অর্থে ঘ. নিমিত্ত অর্থে
৮. আকাঙ্ক্ষার ভাব কোনটি?
ক. স্বাস্থ্যের প্রতি লক্ষ রেখ খ. মানুষ হও
গ. তুমি আসবে √ঘ. বাংলাদেশ চিরজীবী হউক
৯. ‘শাপেবর’ বাগধারাটির দ্বারা কী অর্থ বোঝায়?
ক. উভয় সংকট খ. চির অশান্তি
√গ. অনিষ্টের ইষ্ট লাভ ঘ. দুঃসাধ্য বস্তু
১০. “বাঁশি বাজে ঐ মধুর লগনে।”-এটা কোন বাচ্যের উদাহরণ?
√ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য
গ. কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য
১১. প্রত্যক্ষ উক্তিতে এখানে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. ওখানে √খ. সেখানে
গ. ঐখানে ঘ. এইখানে
১২. ‘গিন্নী’ কোন শ্রেণির শব্দ?
ক. খাঁটি বাংলা খ. দেশি
গ. বিদেশি √ঘ. অর্ধ-তৎসম
১৩. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. রূপতত্ত্ব √খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম ঘ. বাক্য প্রকরণ
১৪. কোন শব্দের আদি ‘এ’ স্বরধ্বনি সংবৃত?
ক. দেখ খ. এক
√গ. কেষ্ট ঘ. চেংড়া
১৫. পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
ক. বিপ্রকর্ষ খ. স্বরাগম
গ. অভিশ্রুতি √ঘ. অপিনিহিতি
১৬. “বৃষ্টি আসে আসুক”-বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব
√গ. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ঘ. অনুজ্ঞা ভাব
রসায়ন
মো. বদরুল ইসলাম
সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
পদার্থের গঠন
[পূর্বে প্রকাশিত অংশে পর]
২৮। নাইট্রক এসিডের আপেক্ষিক আণবিক ভর কত?
উত্তর : ৬৩
২৯। ব্যাকটেরিয়াজনিত রোগ নির্ণয়ে পোলট্রি ফার্মে ব্যবহৃত হয় কোন আইসোটোপ? উত্তর : 60co
৩০। কোন আইসোটোপ থাইরয়েড গ্রন্থির কোষ-কলা বৃদ্ধি প্রতিহত করে? উত্তর : 131I
৩১। হাড়ের ব্যথার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? উত্তর : 89Sr
৩২। হার্টে পেইসমেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? উত্তর : প্লুটোনিয়াম-238
৩৩। চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় কোন আইসোটোপ? উত্তর : 32P
৩৪। পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উত্তর : 14C
৩৫। ক্যান্সার কোষ কলাকে ধ্বংসের জন্য ব্যবহৃত হয় কোন আইসোটোপ? উত্তর : 131I
৩৬। পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহৃত কার্বনের আইসোটোপটিতে নিউট্রনের সংখ্যা কত? উত্তর : 8
৩৭। খাদ্য সংরক্ষণে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় কোন আইসোটোপ দ্বারা? উত্তর : 60co
৩৮। পোলট্রি ফার্মে কোন রশ্মি ব্যবহার করে ব্যাকটেরিয়া দমন করা হয়? উত্তর : গামা (у) রশ্মি
৩৯। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের কত ভাগ?
উত্তর : এক লাখ ভাগের এক ভাগ
৪০। ভারী পানি ও পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?
উত্তর : 1:1
৪১। তড়িচ্চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন?
উত্তর : ম্যাক্সওয়েল
৪২। কোন পরমাণুর বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? উত্তর : হাইড্রোজেন
৪৩। রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার হয় কত সালে?
উত্তর : ১৯১১ সালে
৪৪। নীলস বোর কত সালে পরমাণু মডেলটি প্রকাশ করেন?
উত্তর : ১৯১৩ সালে
৪৫। পরমাণুর বর্ণালি ব্যাখ্যা করা যায় কোন মডেলের সাহায্যে? উত্তর : বোর
৪৬। রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
উত্তর : ১৯১১ সালে
৪৭। Cr(24) মৌলের তৃতীয় শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে? উত্তর : 13
৪৮। ভ ও ফ উপস্তরে যথাক্রমে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে? উত্তর : 14 ও 10
৪৯। রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রের কী নামকরণ করেন?
উত্তর : নিউক্লিয়াস
৫০। রাদারফোর্ডের পরমাণু মডেরের ভিত্তি কী?
উত্তর : œ-কণা বিচ্ছুরণ
৫১। শক্তিস্তর কাকে বলে?
উত্তর : ইলেকট্রনগুলো যে পথে ভ্রমণ করে তাকে শক্তিস্তর বলে।
৫২। জিংকের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোন উপশক্তি স্তরে প্রবেশ করে? উত্তর : d
৫৩। পটাশিয়ামের 19-তম ইলেকট্রনটি কোন উপস্তরে থাকে? উত্তর : 4s
৫৪। K+ এর বহিস্থ শক্তিস্তরে কতগুলো ইলেকট্রন আছে?
উত্তর : 8


