সন্তুষ্টি কিংবা আত্মতৃপ্তির বিষয়টি শুধু ভিউয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়

0
299

সময়ের সফল সংগীতশিল্পী ধ্রুব গুহ। গান করছেন, পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ডিএমএস সামলাচ্ছেন দক্ষ হাতে। সম্প্রতি তার কণ্ঠের ‘যে পাখি ঘর বোঝে না’ শিরোনামের একটি গান ইউটিউবে পাঁচ কোটি ভিউয়ার্সের কোটা পার করেছে। এ গান ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি সম্প্রতি ৫ কোটি ভিউ অতিক্রম করেছে। অনুভূতি কেমন?

** সত্যি কথা বলতে, এ অনুভূতি প্রকাশের যথোপযুক্ত শব্দ ভান্ডার আমার কাছে নেই। নিঃসন্দেহে এটি আমার জীবনের চরম ভালো লাগার বিষয়। কিন্তু ভিউ থেকেও যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়, গানটি নিয়ে শ্রোতাদের শতভাগ পজিটিভ কমেন্ট। দীর্ঘ ছয় বছর পরও শ্রোতারা এ গান সমান তালে শুনে যাচ্ছেন। এটি আমার জীবনের একটা বিশাল আশীর্বাদ।

* এ গানটি তৈরির পেছনের গল্প কী ছিল?

** প্লাবন কোরেশীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। এটি সাদামাটাভাবে আমার মতো করেই ভয়েস দিয়েছিলাম। কথাগুলো আমার হৃদয়ে ধারণ করে নিজস্ব আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছিলাম। অন্যদিকে সিনে আর্টের শুভব্রত সরকার ভিডিও নির্মাণের মাধ্যমে গানটি অন্য উচ্চতায় নিয়ে গেছেন। যার জন্য শ্রোতারা গানের সঙ্গে ভিডিওটি কানেক্ট করতে পেরেছেন।

* কখনো কি ভেবেছেন, এটি একটি অধিক শ্রোতাপ্রিয় গান হবে?

** যখন গানটি করেছি তখন আসলে এটি আমার কাছের মানুষ যারা আছেন, তাদের জন্যই করেছিলাম। এটা যে বাংলা গানের শ্রোতাদের ঘরে ঘরে স্থায়ীভাবে আসন করে নেবে, কখনো সেভাবে ভাবিনি। সব প্রশংসাই পরম করুণাময় সৃষ্টিকর্তার আর আমার বাবা মায়ের আশীর্বাদ।

* আপনার পরের গানগুলোও বেশ শ্রোতা ও দর্শকপ্রিয়তা পেয়েছে। বলা যায় সবক’টিই কোটির ঘর পার করেছে বহু আগেই। গানের এ ভিউ নিয়ে আপনি কতটা সন্তুষ্ট?

** আমি আগেই বলেছি সন্তুষ্টি কিংবা আত্মতৃপ্তির বিষয়টি শুধু ভিউয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভিউকে দুই ভাগে ভাগ করা যায়। পছন্দের ভিউ আর অপছন্দের ভিউ। অপছন্দের ভিউ একবারই হয়, অন্যদিকে পছন্দের ভিউ বারবার হয়। যার জন্য উদাহরণস্বরূপ বলা যায়, ছয় বছর পরও ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি এখনো প্রতিদিন গড়ে প্রায় ৪০-৫০ হাজার ভিউ হয়।

* ‘দাগা’ নামে একটি গান তৈরি করার কথা শোনা গেছে। সেটির অগ্রগতি কী?

** ‘দাগা প্রকাশের ব্যাপারে আগেও বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছি, তাই আজ আর কথা দেওয়া নয়, প্রকাশ করেই কথা বলব।

* আর কোনো নতুন গান নিয়ে কাজ করছেন?

** বেশকিছু গান তৈরি আছে, পর্যায়ক্রমে শ্রোতাদের জন্য প্রকাশ করা হবে।

* কোভিড পরবর্তী গানের সার্বিক অবস্থা কেমন বলে মনে করছেন?

** পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কোভিড ১৯ প্রকোপ অনেকটা কমে এসেছে। তাই গানের কার্যক্রম বাড়ছে বলে মনে হচ্ছে। আমি আশাবাদী মানুষ। নিশ্চয়ই আমাদের সংগীতাঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠবে।

* অডিও ভিডিও প্রযোজনার সঙ্গেও জড়িত আপনি। কোন পরিচয়টি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সংগীতশিল্পী নাকি উদ্যোক্তা?

** নিঃসন্দেহে সংগীতশিল্পী, তবে অপেশাদার। কারণ গানকে ভালোবেসেই আমি সংগীত প্রযোজনা করি।

* ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) জন্য নতুন পরিকল্পনা কী?

** অতীত থেকে অভিজ্ঞতা নিয়ে গানের মান সমুন্নত রেখে পুরোনোদের পাশাপাশি নতুন প্রতিভাবান শিল্পীদের অগ্রাধিকার দিয়ে কাজ করে যাওয়া, এটাই ডিএমএসের সব সময় কর্মপরিকল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here