শূন্যপদে জনবল নিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এতে ‘জুনিয়র সহকারী ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: জুনিয়র সহকারী ম্যানেজার (কারিগরি)
পদ সংখ্যা: ১০০ জন
যোগ্যতা: যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/ মেকানিক্যাল/ পাওয়ার/ কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আর ৪ পয়েন্টের স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ পয়েন্ট থাকতে হবে।
বেতন: ২২,৪০০/- থেকে ৫৬,৬০৪/-
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বিটিসিএল চাকরি করেছেন এমন ব্যক্তির ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৫০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট http://btcl.gov.bd/ -এ থেকে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি দেখুন এখানে—
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ২৪ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।