আবারো বড়পর্দায় আসছেন মম

0
265

লাক্স সুন্দরী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম করোনাকালে কাজের গতি কমিয়ে দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে আবারো সপ্রতিভ হয়েছেন অভিনয়ে।

একখণ্ড ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে ছবি মুক্তির সংখ্যা বাড়ছে। সেই তালিকায় উঠেছে মম অভিনীত ছবি ‘আগামীকাল’।

অঞ্জন আইচ পরিচালিত ছবিটি কিছুদিন আগে সেন্সর সাটির্ফিকেট পায়। এবার এটির মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। পরিচালক জানিয়েছেন আগামী ডিসেম্বরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করছেন মম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটির গল্প ভালোলাগার কারণেই এতে অভিনয় করেছিলাম। কারণ আমি সচরাচর ছবিতে অভিনয় কম করি। এছাড়া এটির নির্মাণ প্রক্রিয়াও ছিল গোছানো। এ ছবিটির সফলতা নিয়ে আমি আশাবাদী। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

এদিকে টিভি নাটকের অভিনয়ে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অভিনয় করছেন মম। বলিউডে ‘ম্যাক্স কি গান’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন করোনাকালের আগে। সেটি মুক্তির অপেক্ষায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here