করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১৭ জন মারা গেছেন।
এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আট জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। তবে খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চার জন করোনায় আক্রান্ত হয়ে ও চার জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন।
গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজ নের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১১ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৩৪ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।


