কক্সবাজার বিমানবন্দর থেকে পিস্তলসহ যাত্রী আটক

0
252

কক্সবাজার বিমানবন্দর থেকে পিস্তলসহ এ এইচ এম সেলিম (৬৮) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করে কর্তব্যরত এপিবিএন পুলিশের সদস্যরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রী এ এইচ এম সেলিম ব্যাগে পিস্তল নিয়ে বিমানবন্দরের বহির্গমন স্ক্যানিং পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়লে কর্তব্যরত এপিবিএন সদস্যরা পিস্তলসহ তাকে আটক করেন। এর পর সেলিম তার পিস্তলের বৈধ লাইসেন্স প্রদর্শন করেন। তবে তার সঙ্গে পিস্তল থাকার বিষয়টি তিনি বিমানবন্দরে প্রবেশ করার সময় অবগত না করায় তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এ এইচ এম সেলিমকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here