ইউরোপ জুড়ে চলা গ্যাস সংকটকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সব অভিযোগকে ‘ সম্পূর্ণ ভুয়া এবং রাজনৈতিকভাবে উদ্দেশ প্রণোদিত গালগল্প’ হিসেবে দাবি করেছেন তিনি। বুধবার বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বুধবার মস্কোর এনার্জি ফোরামে আলাপকালে পুতিন প্রেসিডেন্ট পুতিন ইউরোপকেই বর্তমান সংকটের জন্য দায়ী করে বলেন, শীতের পর ইউরোপিয়রা গ্যাস সংরক্ষণের জন্য যথাযথ পদক্ষেপ নেয়নি।
ইউরোপের অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাসের জোগানদাতা রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গ্যাস সরবরাহ আটকে রাখার অভিযোগ উঠেছে।
গ্যাসের মূল্য বৃদ্ধি মোকাবেলার জন্য সদস্য দেশগুলোর প্রতি একত্রে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।
চলতি বছরের জানুয়ারি থেকে গ্যাসের পাইকেরি মূল্য অন্তত ২৫০ শতাংশ বেড়েছে। গ্রাহক ও ব্যবসায় ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাবে পড়েছে।
এই রেকর্ড পরিমান মূল্যবৃদ্ধির জন্য করোনা মহামারি পরিস্থিতি কাটিয়ে উঠতে অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বৃদ্ধিসহ বিভিন্ন কারণ হয়েছে।


