ইরাকে শীর্ষ আইএস নেতা সামি গ্রেফতার

0
198

ইরাকে শীর্ষ আইএস নেতা সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি এক টুইটবার্তায় বলেন, আইএস নেতা আবু বকর আল-বাগদাদির সেকেন্ড ইন কমান্ড এবং জঙ্গি সংগঠনটির অর্থ বিভাগের প্রধান এই গ্রেফতারকৃত জসিম। খবর আনাদোলুর।

ইরাকের গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে দেশটির জাতীয় নির্বাচনের সময় তাকে গোপন আস্তানা থেকে গ্রেফতার করে।

তাকে দীর্ঘদিন ধরে ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা খুঁজছিলেন বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

২০১৯ সালে তার সন্ধানদাতাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে ইরাকে অবস্থানকারী মার্কিন বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here