টিভি পর্দায় নারীদের চা ঢেলে দিতে পারবেন না পুরুষরা

0
167

টেলিভিশনের পর্দায় নারীদের পিজ্জা খাওয়ার দৃশ্য প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। একইসঙ্গে নারীদের লাল রঙের কোমল পানীয় আর স্যান্ডউইচ খাওয়ার দৃশ্যও প্রদর্শন করা যাবে না বলে নীতিমালা জারি করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)।

অবশ্য পুরুষদের জন্যও আছে নিষেধাজ্ঞা। পুরুষরা কর্মক্ষেত্রে নারীদের চা ঢেলে দিচ্ছেন এমন দৃশ্য টেলিভিশনের পর্দায় প্রদর্শন করা যাবে না বলে নাট্যনির্মাতাদের নির্দেশনা দিয়েছে আইআরআইবি। এছাড়া নারীরা লেদারের গ্লাভস পরতে পারবেন না বলেও আইআরআইবির নতুন নীতিমালায় বলা হয়েছে।

এছাড়া ঘরোয়া পরিবেশে নারী-পুরুষরা একত্রে সমবেশ হয়েছে এমন ছবি বা দৃশ্য প্রচারের আগে আইআরআইবির কাছ থেকে ছাড়পত্র নিতে হবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তারা এরই মধ্যে চলচ্চিত্র, বিজ্ঞাপন ও নাট্য নির্মাতাদের এ সংক্রান্ত নীতিমালা জারি করেছেন বলে ইরানের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here