গাজীপুরের টঙ্গীতে হংকং ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। আজ শুক্রবার সকাল থেকে টঙ্গীর পাগাড় এলাকায় শ্রমিকরা শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বেতনের দাবিতে আন্দোলনে শ্রমিকরা
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। তারা ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ বেতন, মার্চ মাসের অর্ধেক বেতন এবং ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও তাদের পাওনা পরিশোধ করেনি।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সারাদিন তাদের কাজ করিয়ে রাত ৯টা পর্যন্ত বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি।
শ্রমিক মৌসুমী, রুবেল ও সজল ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা দিনরাত পরিশ্রম করি, কারখানার কাজ ঠিকই শেষ করি, অথচ আমাদের বেতন-বোনাস নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে। আমরা এই টাকা দিয়ে ঈদের প্রস্তুতি নেব, কিন্তু এখন আমাদের ঈদ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।”
পরিস্থিতি সামাল দিতে পুলিশের উপস্থিতি
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষের ফোন বন্ধ
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
টানা দুই দিন ধরে বিক্ষোভ
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় একই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তারা শাখা সড়কে কাঠ ও টায়ার পুড়িয়ে অবরোধ তৈরি করেন।
শ্রমিকরা তাদের পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়ে বলেছেন, যদি বেতন-বোনাস না দেওয়া হয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।