এমন আবহাওয়ার কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

0
86

আজ মঙ্গলবার, সকাল থেকেই ঢাকার আকাশে গুমোট ভাব। বোঝার অবকাশ নেই এটা কি কোন শীতের সকাল নাকি বর্ষার সকাল।

আবহাওয়া অধিদপ্তরের মতে, ঢাকায় আজ বৃষ্টি হতে পারে। আকাশে মেঘে ঢাকা থাকায় কুয়াশার মতো মনে হচ্ছে।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হবে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য স্থানের আকাশ আংশিক মেঘলা হয়ে থাকবে। এসব স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here